Food SI Exam Question PDF Download 2024 2nd shift March 17 : ফুড এস আই পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড ২০২৪

Published On:

আজ তথা 17 ই মার্চ ফুড এস আই পরীক্ষার দ্বিতীয় দিন। অনেকের মনেই কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন কেমন হয়েছে কঠিন না সহজ, প্রশ্ন বাড়ি নিয়ে আসতে দিচ্ছে কিনা এরকম।

Food SI Exam Question PDF Download 2024 2nd shift March 17

আজকের পোস্টে ফুড এসআই পরীক্ষার 17 ই মার্চ এর দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র টি দেওয়া হলো। সবাই ডাউনলোড করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসতে দিচ্ছে না। WBPSC Food SI 2n Shift Question Download 2024

Food SI 5th Shift Question Papper Download

Food SI Exam Question 2024 1st Shift March 17 – Click Here

GK Question : কথোপকথনের মাধ্যমে সংগ্রহ

1. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

উত্তরঃ ভিটামিন ডি।

2. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?

উত্তরঃ গলগন্ড।

3. গান্ধার স্কুল অফ আর্ট কার সময় উন্নতি লাভ করে? উত্তরঃ কনিষ্ক।

4. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ খ্রিস্টীয় ৫ম শতাব্দী।

5. রাওয়াতভাটা কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ রাজস্থান।

6. সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন?

উত্তরঃ রাষ্ট্রপতি।

7. লোকটাক কি?

উত্তরঃ হ্রদ।

8. সর্দার সরোবর বাঁধ নীচের কোন নদীর উপর অবস্থিত? উত্তরঃ নর্মদা।

9. উইংস অফ ফায়ার কার আত্মজীবনী?

উত্তরঃ এপিজে আব্দুল কালাম।

10. মিথানয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়?

উত্তরঃ পিঁপড়ের হুলে।

11. পাতিলেবু তে কি এসিড থাকে?

উত্তরঃ সাইট্রিক অ্যাসিড।

12. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? উত্তরঃ লোথাল।

13. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ৫ই জুন।

14. বিক্রমাদিত্য কার উপাধি?

উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

15. অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উত্তরঃ খেলাধুলায় অসামান্য কৃতিত্ব।

16. রাজা রামমোহন এর লেখা বইটির নাম কি?

উত্তরঃ বেদান্ত।

17. ঝুম্পা লাহিড়ি কিসের সাথে জড়িত?

উত্তরঃ লেখিকা।

18. সেলিম আলী কে ছিলেন?

উত্তরঃ ভারতীয় পক্ষীবিদ।

19. বাবা আমটে কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? উত্তরঃ নর্মদা বাঁচাও।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad