West Bengal Municipality Worker Recruitment 2024: রাজ্যের পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ

Published On:

West Bengal Municipality Worker Recruitment : রাজ্যের পৌরসভার গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পৌরসভা সার্ভিস কমিশনের পক্ষ থেকে।নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে।

West Bengal Municipality Worker Recruitment

West Bengal Municipality Worker Recruitment : সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সংস্থার পক্ষ থেকে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকেই আপনি আবেদন করতে পারেন। নীচে আবেদন পদ্ধতি,শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা,বেতন সম্পর্কে আলোচনা করা হলো

Employment No

WBMSC/web/06/Direct-I 

পদের নাম

সৎকার কর্মী

মোট শূন্যপদ

নয়(৯)টি।

শিক্ষাগত যোগ্যতা

West Bengal Municipality Worker Recruitment : বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবেনা। তবে আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কাজ করার সামর্থ্য রাখতে হবে।

মাসিক বেতন

West Bengal Municipality Worker Recruitment : পশ্চিমবঙ্গ সরকারের পে কমিশনের ROPA 2019 আইনের level-I অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়স সীমা

West Bengal Municipality Worker Recruitment : আবেদনকারীকে অবশ্যই ৪০ বছরের নিচে হতে হবে ১লা  জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া আছে।

আবেদন পদ্ধতি

  1. এই পদে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
  2. চাকরিপ্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
  3. আবেদনের সময় অবশ্যই সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করবেন এবং জরুরি ডকুমেন্টসগুলির স্ক্যান কপি আপলোড করবেন নইলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে।
  4. এরপর নির্দিষ্ট আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদন ফি

জেনারেল ও ওবিসি চাকরিপ্রার্থীদের ২০০ টাকা, অন্যান্য শ্রেণীভুক্ত চাকরি প্রার্থীদের ৫০ টাকা ।

আবেদনের শেষ তারিখ

১৪ ই এপ্রিল,২০২৪

Apply Now : Click Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad