Important Current Affairs For Food SI 2024

Published On:

Important Current Affairs For Food SI 2024 : ফুড এস আই পরীক্ষার জন্য জানুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হলো। সামনের ফুড এস আই পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর দেরি না করে সকলে প্রশ্ন গুলি দেখে নাও।

Important Current Affairs For Food SI 2024

Important Current Affairs For Food SI 2024 : আজকে জানুয়ারি মাসে কিছু তথ্য দেওয়া হল।সকলে সেই তথ্যগুলি ভালো করে দেখে নাও।

জানুয়ারি মাসের পুরস্কার জয়ী

  1. Pubity Male Athlete Of The Year Award 2023 জিতলেন বিরাট কোহলি
  2. ২০২৪ অস্কারের জন্য মনোনয়ন পেল “12th Fail” মুভি
  3. 2023 Kuvempu Award জিতলে  বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়
  4. ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল যৌথভাবে ইন্দোর ও সুরাট
  5. ‘Cleanest Ganga Towns’ আওয়ার্ড জিতলো বারাণসী
  6. Best FIFA Men’s Player for 2023 অ্যাওয়ার্ড জিতলেন লিওনেল মেসি
  7. প্রথম মহিলা হিসাবে Best Environment Officer Award জিতলেন দীপা ভান্ডারে
  8. 2023 FIFA’s Women’s Player of The Year Award জিতলেন স্পেনের ফুটবলার Aitana Bonmati
  9. আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান “অসম বৈভব” পাচ্ছেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
  10. Best Airport Award জিতলো বেঙ্গালুরু এবং দিল্লি এয়ারপোর্ট 
  11. পদ্মশ্রী পুরস্কার পেলেন “বড়ো লোকের বিটি লো” গানটির অরিজিনাল শিল্পী বীরভূমের রতন কাহার
  12. সম্প্রতি পদ্ম ভূষণ সম্মানে সম্মানিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী
  13. সম্প্রতি “বায়ু সেনা মেডেল” দ্বারা সম্মানিত হলেন নিকিতা মালহোত্রা

আরও পড়ো :: Importance Day in Calendar for Competitive Exam

দিবস সমূহ

  1. জাতীয় পাখি দিবস পালন করা হয় ৫ই জানুয়ারি
  2. পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় ৮ই জানুয়ারি
  3. প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় ৯ই জানুয়ারি
  4. বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় ১০ই জানুয়ারি; এবছরের থিম হলো-“Hindi-Bridging Traditional Knowledge and Artificial Intelligence”
  5. জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় ১১ই জানুয়ারি
  6. ভারতীয় সেনা দিবস পালন করা হয় ১৫ই জানুয়ারি
  7. পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় ২০শে জানুয়ারি
  8. জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় ২৪শে জানুয়ারি
  9. জাতীয় ভোটার দিবস পালন করা হয় ২৫শে জানুয়ারি; এবছরের থিম হলো-‘Nothing Like Voting, I Vote For sure’
  10. ভারতে শহীদ দিবস পালন করা হয় ৩০শে জানুয়ারি

নিয়োগ

  1. পন্ডিচেরী ইউনিভার্সিটির Ex-Officio Chancellor পদে নিযুক্ত হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর
  2. Indian Oil-এর পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন রশ্মি গোভিল
  3. ১৬তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অরবিন্দ পানাগারিয়া
  4. উত্তর প্রদেশের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন দুর্গা শঙ্কর মিশ্র
  5. পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা
  6. বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসাবে নিযুক্ত হলেন রণধীর জয়শাল
  7. All India Rubber Industries Association (AIRIA)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন শশী সিং
  8. Securities and Exchange Board of India (SEBI)- এর একজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন জি. রাম মোহন রাও
  9. National Investment and Infrastructure Fund Limited (NIIFL)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন সঞ্জীব আগার্বাল
  10. মহারাষ্ট্রের প্রথম মহিলা DGP হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা
  11. Supreme Court Legal Services Committee-এর চেয়ার পারসন হিসাবে নমিনেটেড হলেন বিচারপতি বি.আর. গাভা 
  12. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর একজিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন বিবেক মূর্তি
  13. Bangalore Metro Rail Corporation Limited (BMRCL)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন মহেশ্বর রাও
  14. মধ্যপ্রদেশের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভিরা রানা
  15. ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসাবে নিযুক্ত হলেন প্রীতি রজক
  16. Telecom Regulatory Authority of India (TRAI)- এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অনিল কুমার লাহতি

জানুয়ারি মাসের অন্যান্য তথ্য

  1. Inter-Operable Criminal Justice System-এ প্রথম স্থান অর্জন করলো উত্তর প্রদেশ
  2. 2024 Military Strength Rankings-এ ভারতের স্থান চতুর্থ; প্রথম স্থানে রয়েছে আমেরিকা
  3. বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় TCS-এর স্থান দ্বিতীয়
  4. বিশ্বের ১ নং স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল Apple
  5. বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো ভারত
  6. ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান দ্বিতীয়
  7. Best City For Indian Women in 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে চেন্নাই
  8. MSCI Emerging Markets Index-এ ভারতের স্থান দ্বিতীয়; প্রথম স্থানে রয়েছে চীন
  9. ভারতের সবথেকে নোংরা শহরের তকমা পেল পশ্চিমবঙ্গের হাওড়া শহর
  10. ২০২৩ সালে ভারতের সবথেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে মেঘালয়ের বির্নিহাট

নির্বাচন ও পদত্যাগ

  1. কঙ্গোর রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন Felix Tshisekedi
  2. বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পঞ্চমবার নির্বাচিত হলেন শেখ হাসিনা

খেলাধুলা

  1. World Women Rapid Championships 2023-এ রুপোর মেডেল জিতলেন ভারতের মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার কনেরু হাম্পি
  2. ICC U-19 Cricket World Cup 2024 হোস্ট করছে সাউথ আফ্রিকা
  3. ২০২৬ সাল থেকে Spanish F1 GP হোস্ট করবে মাদ্রিদ
  4. 2027 World Test Championship (WTC) ফাইনাল ম্যাচ হোস্ট করবে ইংল্যান্ড
  5. সম্প্রতি YSR Congress Party জয়েন করলো প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু
  6. Indian Olympic Association-এর CEO পদে নিযুক্ত হলেন রঘুরাম আইয়ার
  7. বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য ওড়িশার ক্রিকেটার সুমিত শর্মাকে ২ বছরের জন্য ব্যান করলো BCCI
  8. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ১৫০টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন নিউজিল্যান্ডের Tim Southee
  9. দিউতে অনুষ্ঠিত প্রথম Beach Games-এ ওভারঅল চ্যাম্পিয়ন হলো মধ্যপ্রদেশ, যে মোট ১৮টি মেডেল জিতেছে
  10. ১৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন রোহিত শর্মা
  11. বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের ১ নং দাবা খেলোয়াড় হলেন আর. প্রজ্ঞানন্ধ
  12. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থান অর্জন করলেন রোহিত শর্মা
  13. 5th Meghalaya Games-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
  14. আগত ৫ বছরের জন্য IPL Title Sponsor হলো Tata Group কোম্পানি

সামরিক মহড়া

  1. Cyclone 2024′ নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত
  2. বিশাখাপত্তনমে MILAN 24 নামে অনুশীলন হোস্ট করবে ভারতের নেভি
  3. জম্মু-কাশ্মীরে “অপারেশন সর্বশক্তি” লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি
  4. কিরগিস্তানের সাথে KHANJAR নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ভারত
  5. ভারতের সাথে CYCLONE নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ইজিপ্ট
  6. সৌদি আরবের সাথে ‘Sada Tanseeq’ নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করছে ভারত

বই ও লেখক

  1. “Ram Mandir Rashtra Mandir Ak Sajhi Virast” শিরোনামে বই লঞ্চ করলেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ
  2. ‘Modi: Energising A Green Future’ শিরোনামে বই লঞ্চ করলেন ভূপেন্দ্র যাদব

বিভিন্ন সরকারি যোজনা

  1. মিলেট চাষকে প্রোমোট করতে Rani Durgavati Shri Anna Protsahan Yojana লঞ্চ করলো মধ্যপ্রদেশ
  2. সম্প্রতি ‘Student Internship Scheme’ লঞ্চ করলো পশ্চিমবঙ্গ
  3. তফসিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে “যোগ্যশ্রী প্রকল্প” লঞ্চ করলো পশ্চিমবঙ্গ
  4. বেকার যুব সম্প্রদায়ের জন্য ‘Yuva Nidhi’ স্কিম লঞ্চ করলো কর্ণাটক
  5. মৎস্যজীবীদের সহায়তা করতে Artificial Reef Project উদ্বোধন করলো কেরালা
  6. শিক্ষার ট্রান্সফরমেশনের জন্য ‘My School-My Pride’ ক্যাম্পেইন লঞ্চ করলো হিমাচল প্রদেশ
  7. বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান করতে Gruha Jyothi Scheme লঞ্চ করতে চলেছে তেলেঙ্গানা

আরও পড়ো :: Food SI Examination Guideline 2024

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad