WB DEO New Recruitment 2024 : উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ

Published On:

WB DEO New Recruitment 2024 : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর ।রাজ্যের বিভিন্ন জেলায় ডাটা এন্ট্রি পদের জন্য একাধিক শূন্য পদ রয়েছে। যেগুলি পূরণ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই পোস্টে বিস্তারিত জেনে নেব।

WB DEO New Recruitment 2024

WB DEO New Recruitment 2024 : পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে। বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।

পদের নাম

DEO & etc

আবেদনের জন্য বয়স

1 জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ন্যূনতম 23 বছর থেকে সর্বোচ্চ 44 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক অথবা মাষ্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পাস যোগ্যতা লাগবে।

Designation Qualification & Experience Consolidated Remuneration/Month
District Project Manager (DPM)∙ Must be a post-graduate ∙ Should have a minimum of 2 years of experience ∙ Should have experience in working with Microsoft Office and should be well versed with Word, Power Point and Excel ∙ Should have good written and verbal communication in Bengali and English ∙ Should have proven experience of handling a teamINR 25,000

PBSSD-26/22/2020-ESTT SEC-PBSSD-Part(2) 

Sub-Divisional Project Manager (SDPM)∙ Must be a post-graduate ∙ Should have a minimum of 1 year ofexperience ∙ Should have experience in working withMicrosoft Office and should be wellversed with Word, PowerPoint andExcel ∙ Should have good written and verbalcommunication in Bengali and English ∙ Should have proven experience ofhandling a team INR 20,000    
Block Level Staff (BLS)∙ Graduate with certificate in computerApplications ∙ Should have good written and verbalcommunication in Bengali/ local language ∙ Flexible to travel ∙ Ability to support the TrainingProviders in grass root level INR 12,000 
Project Assistant cum Data Entry Operator (PADEO)∙ Must be a graduate in ComputerApplication (BCA) / post-graduate inComputer Applications (MCA) ∙ Should have experience in working withMicrosoft Office and should be wellversed with Word, PowerPoint andExcel ∙ Should have good written and verbalcommunication in Bengali and English ∙ Typing speed should be minimum of 30words per minute (wpm)  INR 11,000    

পরীক্ষা পদ্ধতি

  1. তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা। এরপর হবে প্রাকটিক্যাল এবং সর্বশেষ ইন্টারভিউ। 
  2. পরীক্ষা হবে সর্বমোট ১০০ নম্বরের।
ExamPattern
Written Exam50 Marks
Computer Test30 Marks
Interview 20 Marks

বিজ্ঞপ্তি প্রকাশ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪-০৩-২০২৪
আবেদন শেষ০৩-০৪-২০২৪

অফিশিয়াল ওয়েবসাইটwww.pbssd.gov.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad