Madrasah Recruitment exam 12544 Candidate cancellation : গত ২৬ তারিখ থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার এডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে।কিন্তু দুঃখের বিষয় হল আবেদনকারীর মধ্যে ১২৫৪৪ জন পরীক্ষার্থীকে মাদ্রাসা কমিশন বোর্ডের তরফ থেকে বাতিল করা হয়েছে।আজকের এই পোস্টে আমরা জেনে নেব ঠিক কি কারনে তাদের বাতিল করা হয়েছে ? তারা কি এই বছর পরীক্ষাতে আর বসতে পাবে না? এ ধরনের প্রশ্নের উত্তরগুলি।
Madrasah Recruitment exam 12544 Candidate cancellation
Madrasah Recruitment exam 12544 Candidate cancellation : গত 26/02/2024 তারিখ থেকে মাদ্রাসা নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার এডমিট দেওয়া শুরু হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থী যারা আবেদন করেছিল তারা তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করেছে। কিন্তু বহু সংখ্যক পরীক্ষার্থীর এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না। কারণ তাদের আবেদন রিজেক্ট করে দেয়া হয়েছে।
কি কি কারণে রিজেক্ট করা হয়েছে আবেদনগুলি?
Madrasah Recruitment exam 12544 Candidate cancellation : অনলাইনে আবেদন করার সময় বিভিন্ন ভুলের কারণেই তাদের আবেদন পত্র গুলি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। যেমন
- একজন পরীক্ষার্থী একাধিকবার আবেদন করলে তার আবেদন পত্রটি বাতিল করা হয়েছে।
- আবেদন পত্রটি পূরণ করার সময় অনেকেই তাদের স্নাতক স্তরে প্রাপ্ত নম্বর উল্লেখ করেননি।
- ভাষাগত কারণ। অর্থাৎ প্রার্থীদের যে ভাষায় তারা আবেদন করেছেন মাদ্রাসা বোর্ডের সেই আঞ্চলিক ভাষায় আবেদন গ্রহণযোগ্য হয়নি।
- অনেক পরীক্ষার্থীর স্নাতক স্তরে নম্বর ৫০ শতাংশের নিচে আছে।
- অনেক পরীক্ষার্থী তাদের B.E.D কোর্সের যে তারিখ জানিয়েছেন তা অবৈধ বা তারিখটি সঠিক নয়।
Madrasah Recruitment exam 12544 Candidate cancellation : উপরোক্ত কারণ গুলির কারণে আবেদনপত্র বাতিল করা হয়েছে। পর্ষদের দেওয়া বাতিল পরীক্ষার্থীদের পিডিএফ তালিকা থেকে কারণগুলি পর্যালোচনা করা গিয়েছে। পর্ষদ নিজে যদিও এগুলি বলেননি কোন নোটিশে।
এর আগেও কি এভাবে বাতিল করা হয়েছিল?
Madrasah Recruitment exam 12544 Candidate cancellation : এর আগেও বিভিন্ন কারণবশত অনেক পরীক্ষার্থীর এডমিট কার্ড বাতিল করা হলেও সংখ্যাটা খুবই কম ছিল।
WBMSC SLST Help Line Number
WBMSC SLST Admit Card Download 2024 : মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ও জিমেইল আইডিও চালু করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য। কোনো প্রার্থীর কিছু জানার থাকে তাহলে তারা WBMSC Helpline Number- 9874355112 কিংবা 9874355114 এ যোগাযোগ করতে পারবেন। এছাড়াও মেইল করে অভিযোগ জানাতে পারবেন [email protected] এই জিমেইল আইডিতে।
WBMSC SLST Admit Card Download 2024
Download Admit Card | Click Here |