Mandatory Tet Exam : আমরা সকলেই জানি এতদিন পর্যন্ত প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ ক্লাস এইট পর্যন্ত শিক্ষক নিয়োগের প্রথম ধাপে টেট পরীক্ষা নেওয়া হতো।এরপর নবম দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শুধুমাত্র নিজের বিষয়ের পরীক্ষা দিলেই হত।তবে এখন আর এই নিয়ম থাকছে না।জানবো বিস্তারিত…………।
Mandatory Tet Exam : New rules For TET exam class 9 and 10 in 2024 : এবার থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য কি টেট বাধ্যতামূলক করা হলো?
TET exam for class 9 and 10 New rules in 2024 : শুধু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক নয় , মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত টেট পরীক্ষা নেওয়ার কথা পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।
বিদ্যালয়ে যেকোনো শ্রেণীতে শিক্ষকতা করার জন্য প্রথমে দিতে হতো টিচার এলিজিবিলিটি টেস্ট বা TET পরীক্ষা। যদিও এই নিয়ম উচ্চ মাধ্যমিক স্তরে বরাদ্দ ছিল না। তবে বর্তমানে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত এই পরীক্ষা নেওয়ার কথা পরিকল্পনা চলছে।
কেন্দ্রের শিক্ষা দপ্তরের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ২০২৪ সালে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট বাধ্য মূলক করার প্রস্তাব এনেছেন। ফলে বর্তমানে যারা নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষায় বসবেন তাদেরও প্রথমে টেট পরীক্ষায় পাস করতে হবে। এমনটাই ঘোষণা করেছেন এনসিআরটির সচিব কেসাং ওয়াই শেরপা। জাতীয় শিক্ষানীতি ২০২০ সুপারিশ অনুযায়ী সব স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে টেট পরীক্ষা আবশ্যিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই তিনি এমনটা উল্লেখ করেছেন।
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে নবম দশম শ্রেণির জন্য টেট পরীক্ষা কিভাবে নেওয়া হবে তার প্রস্তুতি চলছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে কোন মতামত থাকলে ১৫ ফেব্রুয়ারীর মধ্যে সেটি মেল করে জানাতে হবে এবং আগামী ৩১ শে মার্চের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
Mandatory Tet Exam :নতুন উদ্যোগে পরিকল্পনা গ্রহণ কারা করবেন?
বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এনসিআরটি কে সাহায্য করবে। এই সংস্থা যেগুলি ঠিক করবেন সেগুলি হল-
- সিলেবাস তৈরি করবেন।
- প্রশ্নপত্র এবং নম্বর বিভাজন তৈরি করবেন।
- কবে ওই পরীক্ষা নেওয়া হবে সেটি ঠিক করবেন।
- ওই পরীক্ষাটি নেবেন কারা সেটিও ঠিক করবেন।
এই সমস্ত কিছুই ঠিক করবেন সিবিএসসি বোর্ড এবং পরে এনসিআরটি বোর্ডের সঙ্গে আলোচনা করে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
Mandatory Tet Exam :আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে কি নিয়ম হবে ?
এতদিনে রাজ্যে শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য টেট পরীক্ষা বাধ্যতামূলক ছিল। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত টেট পরীক্ষা নিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত টেট পরীক্ষা-নিত স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি বোর্ড। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য কোনরকম টেট পরীক্ষা নেওয়া হতো না। পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক পরীক্ষা এসএসসি বোর্ডই নিত।
কিন্তু বর্তমানে যদি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট পরীক্ষা বাধ্যতামূলক হয় তাহলে চাকরিপ্রার্থীদের কি টেট পরীক্ষার সঙ্গে বিষয়ভিত্তিক পরীক্ষাও দিতে হবে ? এই নিয়ে এখনো স্পষ্ট কিছু বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। আশা করা যাচ্ছে ৩১ শে মার্চের পর সম্পূর্ণ সিদ্ধান্ত জানা যাবে।
Mandatory Tet Exam :কেন এই নতুন নিয়ম চালু করা হচ্ছে ?
একজন শিক্ষক শ্রেণীকক্ষে একটি কার্যকর পরিবেশ তৈরি করেন শিক্ষা অর্জনের জন্য। তাই একজন শিক্ষকের শিক্ষকতার দক্ষতা বোঝাতে টেট পরীক্ষা গুরুত্বপূর্ণ।
Official Website | Link |
---|---|
CBSC | Click Here |
WB SSC | Click Here |
NCERT | Click Here |