রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর।২০২৩ সালে ক্লার্কশিপ পরীক্ষার যে ফর্মটি ফিলাপ করেছিল সকলে সেই পরীক্ষার দিনক্ষণ অবশেষে ঘোষণা করা হলো। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে। প্রায় ৮ লক্ষ ৪০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। বিগত বছরের তুলনায় এ বছর অনেক বেশি পরিমাণে আবেদন জমা পড়েছে বলে জানানো হয়েছে।
কবে হবে ক্লার্কশিপ পরীক্ষা ? WBPSC Clerkship Exam Date 2024
বিজ্ঞপ্তি অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। লোকসভা ভোটের পরে এই পরীক্ষা হতে পারে বলে অনুমান করা যাচ্ছে।
WBPSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে আগামী লোকসভা ভোটের পরপরই জুন মাসের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে।
WBPSC Clerkshp পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
আরো পড়ুন
সমুদ্র সাথী প্রকল্প – Click Here
WBPSC Clerkship পরীক্ষাটি কয়টি ধাপে অনুষ্ঠিত হবে ?
দুটি ধাপে অনুষ্ঠিত হবে যথা প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা।
প্রিলিমিনারি পরীক্ষাটি হল 100 নম্বরের mcq ভিত্তিক পরীক্ষা। অন্যদিকে মেন পরীক্ষা টি ও 100 নম্বরের কিন্তু বোথ মূলক প্রশ্নের পরীক্ষা।
প্রিলিমিনারি পরীক্ষার সময়সীমা ৯০ মিনিট এবং মেইন পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট
WBPSC Clerkshp পরীক্ষার জন্য আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন ?
স্বীকৃতি প্রাপ্ত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
WBPSC Clerkship পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় ?
বাংলা
ইংরেজি
সাধারণ জ্ঞান
গণিত
রিজনিং
WBPSC Clerkship পরীক্ষার জন্য একটি ছোট্ট কুইজ এখানে দেয়া হলো।
কুইজটিতে অংশ নিতে সবুজ Botton এ ক্লিক করো
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Official Website | Click Here |
Follow Notice | Click Here |