Only Interview : Job Vacancy in DM Office : ইন্টারভিউর মাধ্যমে জেলা শাসক অফিসে কর্মী নিয়োগ

Last Updated:

Only interview, job vacancy in DM office : পশ্চিমবঙ্গের একটি জেলা পশ্চিম বর্ধমানের ডিএম অফিসে ১১ জন কর্মী প্রয়োজন। সেই জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ পোস্টটি ভালো করে পড়ুন।

Job Vacancy in DM Office : ইন্টারভিউর মাধ্যমে জেলা শাসক অফিসে কর্মী নিয়োগ

জেলার নাম : পশ্চিম বর্ধমান
পদের নাম : ক্যারিকেল অ্যাসিস্ট্যান্ট (contractual)

মোট শূন্য পদ : ১১ টি

  1. পশ্চিম বর্ধমানের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. পূর্বে কোন সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে
  3. অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে।
  4. কম্পিউটারের জ্ঞান থাকতে হবে ।

64 বছরের মধ্যে হতে হবে।

প্রতিমাসে ১০ হাজার টাকা দেওয়া হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

প্রার্থী নির্বাচন করা হবে সরকারি ইন্টারভিউ এর মাধ্যমে।

  1. প্রথমে বিজ্ঞপ্তির দুই নম্বর পেজে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। Download link নিচে আছে।
  2. আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজ রঙিন ছবি দিতে হবে।
  3. অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জেরক্স কপি নিয়ে যেতে হবে।
  4. ইন্টারভিউয়ের সময় আবেদন পত্রসহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আসল কফি নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ এর সময় যে সমস্ত ডকুমেন্টগুলি সঙ্গে রাখতে হবে বা ফরম ফিলাপের সময় যুক্ত করতে হবে আবেদনপত্রের সঙ্গে সেগুলি হল

  1. বয়সের প্রমাণ পত্র
  2. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
  3. পেনশনের তথ্য
  4. কম্পিউটার অভিজ্ঞতার সার্টিফিকেট
  5. শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র
  6. অভিজ্ঞতার সার্টিফিকেট
  7. এক কপি পাসপোর্ট সাইজ ফটো

যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 15/02/2024 তারিখ সকাল 11 টা থেকে।
এই দিন প্রার্থীদের কে নির্দিষ্ট ঠিকানায় সময়ের মধ্যে পৌঁছাত হবে।

ইন্টারভিউর মাধ্যমে জেলা শাসক অফিসে কর্মী নিয়োগ (Job Vacancy)

RTC Hall 2nd Floor of Civil Defense Building,

Kanyapur , Asansol

InterviewDetails
Interview Date15/02/2024
Official WebsiteVisit Now
Official NoticeClick Here
Download FromDownload Now

কোনও ইন্টারভিউয়ে চাকরি প্রার্থীদের সবার প্রথম যে প্রশ্নের মুখোমুখি হতে হয় তা হল নিজের সম্বন্ধে কিছু বলুন।

এর সম্ভাব্য উত্তর দেখে নিন:

এক্ষেত্রে উত্তর শুরু করুন নিজের ব্র্য়াকগ্রাউন্ড দিয়ে বা কীভাবে কেরিয়ার শুরু করেছেন বা বর্তমানে কী করছেন। কর্মজীবনের কৃতিত্বগুলিকে হাইলাইট করুন। কেরিয়ারে বড় কোনও পদক্ষেপ করলে তাও উল্লেখ করতে ভুলবেন না। আর ভবিষ্যতে আপনি কী কী গঠনমূলক কাজ করতে চান যা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মানানসই তা বলুন।

এই শূন্যপদের বিষয়ে কোথা থেকে জানলেন?

সন্তোষজনক উত্তর না দিলে এই প্রশ্নের চাকরি হাতের কাছে এসে চলে যেতে পারে। কোথা থেকে এই চাকরির বিষয়ে জানতে পেরেছেন তা উল্লেখ করার পাশাপাশি এই চাকরির বিষয়ে আগ্রহী হওয়ায় আপনি নিজে এই শূন্যপদ নিয়ে গবেষণা করেছেন তা জানান।

আমাদের সংস্থা সম্বন্ধে কী কী জানেন?

যে সংস্থার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন অর্থাৎ DM Office সম্বন্ধে ইন্টারনেটে বিস্তারিত পড়াশোনা করে নিন। একটু গভীরে গিয়ে গবেষণা করুন। যেমন, কী এই সংস্থা। কী ধরনের কাজ হয় এখানে। কোনও সংস্থা সম্বন্ধে প্রার্থী অবগত না থাকলে তাঁর চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

এই পদের জন্য আপনি কেন আবেদন করেছেন?

এখানে আপনাকে বোঝাতে হবে এই শূন্যপদের জন্যই আপনি সেরা প্রার্থী। তবে নিজের বর্তমান সংস্থা নিয়ে কোনও খারাপ অভিজ্ঞতার কথা ভুলেও উল্লেখ করবেন না। বরং যে সংস্থায় ইন্টারভিউ দিচ্ছেন তার পজিটিভ দিকগুলি আপনি তুলে ধরুন।

আমরা আপনাকে কেন নেব?

আপনি বোঝানোর চেষ্টা করুন সংস্থার লাভের ক্ষেত্রে আপনি কতটা আবদান রাখতে পারবেন। আর আপনি সংশ্লিষ্ট পদের কাজ সম্বন্ধে সবটা অবগত তা প্রকাশ করুন। এই নিয়ে আপনি অনেক গবেষণাও করেছেন তা নিজের উত্তরের মাধ্যমে তুলে ধরুন। তাদের জানান, আপনি এই পদে কাজ করতে একেবারে প্রস্তুত।

আপনি নিজের বর্তমান সংস্থা কেন ছাড়তে চাইছেন?

নিজের ইচ্ছেয় ছাড়লে আত্মবিশ্বাসের সঙ্গে পজিটিভ উত্তর দিন। এই সংস্থা থেকে আরও ভাল সুযোগের জন্য আপনি এই চাকরি বদলাচ্ছেন তা উল্লেখ করতে পারেন।

আপনার কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি কী?

এই প্রশ্নে নিজের সেরাটা দিন। কোন কোন ক্ষেত্রে আপনি অনবদ্য, অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন তা তুলে ধরুন। আর আপনি যে পদের জন্য আবেদন করেছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনার গুণ ও দক্ষতাগুলি উল্লেখ করুন।

কাজের ক্ষেত্রে কীরকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন এবং কীভাবে এর সঙ্গে মোকাবিলা করেছেন?

কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা বলুন স্পষ্টভাবে। আর সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার জন্য কী কী উপায় অবলম্বন করেছেন তার উল্লেখ করুন। আর শেষে সেখান থেকে প্রাপ্ত পজিটিভি ফলাফলের কথা বলুন।

নিজের বিবেচনা অনুযায়ী কত টাকা পেতে পারেন তা উল্লেখ করুন।

ইন্টারভিউয়ের ক্ষেত্রে এইসব প্রশ্নের উত্তর যথাসম্ভব তৈরি রাখুন। বাকিটা সংস্থার উপর নির্ভর করবে আপনার চাকরি হবে কি হবে না।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad