News Desk : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার Paytm Apps এর যাবতীয় লেনদেনের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করল। চলতি বছরের 29 শে ফেব্রুয়ারি 2024 এর পর থেকে Paytm আর ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না। এর ফলে যাবতীয় লেনদেন বন্ধ করে দিতে হবে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই Paytm অভিভাবক সংস্থা 197 কমিউনিকেশনের শেয়ার মার্কেট ২০ শতাংশ নেমে যায়। লাগাতার নিয়ম ভাঙার জেরে আর নির্দেশ না মানায় গত বুধবার RBI এক বিজ্ঞপ্তি জারি করে Paytm Payment Bank এবং Paytm Small Finance Bank-এর লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
Paytm এর জন্য কড়া পদক্ষেপ আরবিআইয়ের
২০২২ সালের মার্চ মাসে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে নতুন গ্রাহক নিতে নিষেধ করে দেয় আরবিআই। তখনই আশঙ্কা দেখা দেয় যে, যেকোনো সময় লেনদেন বন্ধের নির্দেশিকা আসতে পারে। শেষমেশ প্রায় দুই বছরের মাথায় এমন পদক্ষেপ নিলো আরবিআই। আর এই নির্দেশের অনুযায়ী, Paytm ওয়ালেট, ফাস্টট্যাগ ওয়ালেট এবং অ্যাকাউন্টে আমানত নেওয়া অথবা ক্রেডিটের সুবিধা সম্পূর্ণ বন্ধ করা হয়।
Paytm এর জন্য কড়া পদক্ষেপ আরবিআইয়ের
RBI পেমেন্ট নিয়ে কী নির্দেশ দিয়েছে?
রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার ফলে Paytm মার্চ মাস থেকে একটি ইউপিআই অ্যাপ হিসেবেই কেবলমাত্র কাজ করতে পারবে। আগামীদিনে আরবিআই তাদের উপর থেকে আবার নিষেধাজ্ঞা তুলে নেয় সেক্ষেত্রে পুরনো পরিস্থিতি ফিরে আসতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের এই নিষেধাজ্ঞা পেটিএম-এর ইউপিআই লেনদেনের উপর প্রভাব ফেলবে না। কারণ Paytm পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে সরাসরি সংযোগ নেই তাদের ইউপিআই অ্যাপের। তাই আগের মতই Paytm ব্যবহার করে কোনো ঝামেলা ছাড়াই ইউপিআই পেমেন্ট করতে পারবেন।
Paytm গ্রাহকদের উপর কতটা প্রভাব পড়বে?
আরবিআই-এর এই নির্দেশের ফলে গ্রাহকদের সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে। কারণ অ্যাকাউন্টে টাকা থাকলে সেটি ২৯শে ফেব্রুয়ারির পরেও গ্রাহকরা ব্যবহার করতে পারবেন, কিন্তু ২৯শে ফেব্রুয়ারির পর থেকে আর অর্থ জমা করা যাবে না বলেই জানানো হয়েছে।