SSC GD Recruitment 2024: মাধ্যমিক পাশে কেন্দ্রের চাকরি! CRPF, ITBP পদে নিয়োগ

Published On:

SSC GD Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে আধা-সেনা এবং কেন্দ্রীয় বাহিনী বিভাগের মোট আটটি কনস্টেবল পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফ থেকে এই নিয়োগ চালু হয়েছে। পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে। তাহলে চলুন দেরি না করে জেনেনিন আবেদন পদ্ধতি, যোগ্যতা, বেতন সহ খুঁটিনাটি বিষয়গুলো আজকের প্রতিবেদনে।

How to Apply SSC GD Recruitment 2024

নিয়োগ সংস্থাঃ Staff Selection Commission (SSC)

পোস্টের নামঃ এখানে মোট আটটি কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে।

  • ITBP
  • AR
  • NCB
  • SSF
  • BSF
  • CISF
  • CRPF
  • SSB

মোট শুন্যপদঃ এখানে মোট ৩৯,০০০টি শূন্যপদ রয়েছে।

পুরুষদের জন্য রয়েছে ৩৫,৬১২টি শূন্যপদ।
মহিলাদের জন্য রয়েছে ৩,৮৬৯টি শূন্যপদ।

WBP SI New Vacancy: রাজ্যে পুলিশে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ

বয়সসীমাঃ আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতনঃ এই পদে (SSC GD Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে সর্বনিম্ন ১৮,০০০/- টাকা এবং সর্বোচ্চ ৫৬,৯০০/- টাকা।

যোগ্যতাঃ মাধ্যমিক পাশ সকল ভারতীয় নাগরিক এই পদে (SSC GD Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিন।

আবেদন ফিঃ এই পদে (SSC GD Recruitment 2024) আবেদন করতে কোনো আবেদন ফি জমা দিতে হবে ।

  • Gen/ EWS/ OBC প্রার্থীদের আবেদন ফি ১০০/- টাকা।
  • এছাড়া অন্যান্য শ্রেণি, এক্স সার্ভিসম্যান এবং মহিলাদের আবেদন ফি দিতে হবে না।

নিয়োগ পদ্ধতিঃ নিয়োগের ক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে।

  • কম্পিউটার টেস্ট
  • ফিজিক্যাল টেস্ট
  • মেডিকেল টেস্ট

তিনটি ধাপে উত্তীর্ণ প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।

SSC GD Recruitment 2024 Documents

দরকারি ডকুমেন্টস:

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • ভোটার কার্ড বা আধার কার্ড 
  • পাসপোর্ট সাইজ রঙিন ফোটো
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত যাবতীয় সব।

How to Apply SSC GD Recruitment 2024

আবেদন পদ্ধতিঃ

  • আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
  • SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই https://ssc.gov.in/ ওয়েবসাইটে আবেদন করতে হবে।
  • এরপর অনলাইনে ফর্মটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে, পড়ে ও বুঝে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করুন। বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

SSC GD Recruitment 2024 Notification

  • আবেদন শুরুঃ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।
  • আবেদন শেষঃ ১৪/১০/২০২৪ তারিখে।
Websitehttps://ssc.gov.in/
NotificationDownload PDF

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad