বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএড কোর্সে ভর্তি! দেখেনিন আপনার বিষয় আছে কি না

Published On:

যে সকল পড়ুয়ারা শিক্ষক হিসাবে নিযুক্ত হতে চাই তাদের ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) কোর্সটি সম্পন্ন করতে হয়। সম্প্রতি ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) কোর্সটি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ হয়েছে।

B.E.D Admission Start 2024 in Burdwan University

মোট আসন সংখ্যা: মোট ৫০টি আসন রয়েছে। নতুন এবং ডেপুটেড প্রার্থীদের ভর্তির জন্য। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে যে সকল শিক্ষকরা ক্লাস ফাইভ (V) থেকে ক্লাস সেভেন (VII) পর্যন্ত এই কোর্সটি না করেই পড়াচ্ছেন ডেপুটেড বলতে সেই সকল শিক্ষকদের বোঝানো হয়েছে।

কয়টি বিষয়ে পড়ানো হবে?

  • Life Science Group
  • Physical Science Group
  • Mathematics Group

এই গ্রুপের মধ্যে যে বিষয় গুলো পড়ছে এখানে সব পড়ানো হবে। যেমন – বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রাণিবিদ্যা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স, রাশিবিজ্ঞান ইত্যাদি।

UGC-NET Answer Key Challenge: কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন?

যোগ্যতা: যে সকল প্রার্থীরা স্নাতকোত্তরে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং তিনটির মধ্যে যে কোনো একটি শাখায় ৫০ শতাংশ নম্বর সহ পাস করেছে তারাই এখানে আবেদন জানাতে পারবে।

বয়সসীমা: ৩৮ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবে।

অ্যাডমিশন ফি: ডেপুটেড এবং নতুনদের কোর্স ফি আলাদা।

  • ডেপুটেড প্রার্থীদের অ্যাডমিশন ফি রয়েছে ১২,২৩০/- টাকা।
  • ফ্রেশার প্রার্থীদের অ্যাডমিশন ফি রয়েছে ৪,৫৩০/- টাকা।

নিয়োগ পদ্ধতি: মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

  • আবেদন শুরু: আগামী ৫ই সেপ্টেম্বর।
  • আবেদন শেষ: ১৭/০৯/২০২৪ তারিখে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • প্রথম মেধাতালিকা ও কাউন্সেলিং: ২০শে সেপ্টেম্বরে প্রকাশিত হবে।
  • দ্বিতীয় কাউন্সেলিং: ২৪শে অক্টোবরে প্রকাশিত হবে।
  • ক্লাস শুরু: ২১/১০/২০২৪
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad