SBI Scholarship 2024: ১০ হাজার টাকার স্কলারশিপ দিচ্ছে SBI! আবেদন করুন এখনই

Published On:

SBI Scholarship 2024 Apply Online: দেশের সকল পড়ুয়াদের জন্য রয়েছে আবারও একটি স্কলারশিপের বড় আপডেট। ভারত সরকার অধিকৃত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) হচ্ছে একটি সরকারি ব্যাঙ্ক। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) পক্ষ থেকে দেশের সকল স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পড়ুয়াদের জন্য রয়েছে স্কলারশিপের দারুন সুযোগ। State Bank of India (SBI) Foundation পাঠরত ছাত্র ছাত্রীরা পেয়ে যাবে ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগ। তাহলে চলুন দেরি না করে জেনেনিন কিভাবে আবেদন করবেন, কোন ডকুমেন্টস লাগবে সহ বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে।

SBI Scholarship 2024: স্কলারশিপের পুরো নাম কি?

SBIF Asha Scholarship 2024 (স্টেট ব্যাংক আশা স্কলারশিপ)

Amount of Scholarship: স্কলারশিপে টাকার পরিমাণ

  • স্কুল পড়ুয়ারা পাবে ১৫ হাজার টাকা।
  • কলেজ পড়ুয়ারা পাবে ৫০ হাজার টাকা।
  • ইউনিভার্সিটি পড়ুয়ারা পাবে ৭০ হাজার টাকা।

SBI Scholarship Eligibility: কারা আবেদনের যোগ্য

  • সকল ভারতীয় পড়ুয়ারা আবেদনের যোগ্য।
  • ৫০% আসন বরাদ্দ রয়েছে মহিলাদের জন্য।
  • তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • শিক্ষার্থীদের গত শিক্ষাবর্ষে ৭৫% নম্বর থাকতে হবে।

Taruner Swapna: মোবাইলের ১০,০০০ টাকা প্রক্রিয়া শুরু, কবে পাবে টাকা?

স্কুলের পড়ুয়াদের জন্য

  • ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে পাঠরত সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ৩ লাখের কম হতে হবে।

কলেজ এবং পোস্ট – গ্র্যাজুয়েশন পড়ুয়াদের জন্য

  • NIRF – এর অন্তর্ভুক্ত ১০০ টি কলেজের মধ্যে যেকোনো একটি কলেজে পড়া পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ৬ লাখের কম হতে হবে।
  • শিক্ষার্থীদের গত শিক্ষাবর্ষে ৭৫% নম্বর থাকতে হবে।

Documents Required for Application: প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো লাগবে

  • পাসপোর্ট সাইজ রঙিন ফটো
  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • গত শিক্ষাবর্ষের মার্কশিট
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র
  • ইনকাম সার্টিফিকেট

SBIF Asha Scholarship Apply Online: অনলাইনে আবেদন করার প্রক্রিয়া

SBI এবং Buddy4Study এর যৌথ উদ্যোগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। Buddy4Study পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে।

প্রথম ধাপে, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন। যদি আগে রেজিস্টার করা থাকে, তাহলে রেজিস্টার আইডি দিয়ে Buddy4Study পোর্টালে লগইন করে ফর্ম ফিলাপের পেজটি খুলুন।

দ্বিতীয় ধাপে, ‘এসবিআইএফ আশা স্কলারশিপ’ (SBIF Asha Scholarship) এ ক্লিক করে ফর্ম ফিলাপ শুরু করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন, ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করে ‘প্রিভিউ’ এ ক্লিক করুন। সবশেষে আবেদন সম্পূর্ণ করতে ‘সাবমিট’ করুন।

আবেদনের সরাসরি লিংক (Buddy4Study)Apply Here
আবেদনের শেষ তারিখ৭ই অক্টোবর ২০২৪

শিক্ষা সবার অধিকার। দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছানো উচিত। যেন কোনো মেধাবী অর্থের অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। এই তথ্য ছড়িয়ে দিন যাতে বাংলার প্রতিটি ছাত্রছাত্রী এর সুযোগ সম্পর্কে জানতে পারে ও উপকৃত হতে পারে। 

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad