SSC MTS Exam Date 2024: কবে থেকে শুরু MTS পরীক্ষা? দেখে নিন দিনক্ষণ

Published On:

SSC MTS Exam Date 2024: রাজ্যের সকল পরীক্ষার্থীদের জন্য রয়েছে বড় আপডেট। কেন্দ্রীয় কর্মচারী নির্বাচন কমিশন (SSC) তাদের মাল্টি- টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এবং হাওলদার (CBIC & CBN) পরীক্ষা, ২০২৪ এর তারিখ ঘোষিত করেছেন। যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন তারা দেখে নিন তারিখ সহ বিস্তারিত তথ্যগুলো আজকের প্রতিবেদনে।

SSC MTS Exam Date 2024

এমটিএস পরীক্ষার দিনক্ষণ (SSC MTS Exam Date 2024): আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ১৪ই নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। প্রায় দেড় মাস ধরে চলবে পরীক্ষা।

Indian Railway New Recruitment 2024: ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন আজই

নতুন আপডেট এবং আবেদন কারেকশন (SSC MTS Form Correction):

প্রার্থীদের জমা দেওয়া আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১৬ই আগস্ট থেকে ১৭ই আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://ssc.nic.in/ ‘ Window for Application Form Correction’ যেতে হবে।

আবেদনপত্র সংশোধন শুধুমাত্র অনলাইনে নির্দিষ্ট পোর্টালে করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো সংশোধন গ্রহণ করা হবে না। পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে, কারণ পরীক্ষা দীর্ঘ সময় ধরে চলবে। 

Exam Date

Exam Date NoticeDownload
Correction NoticeDownload
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad