How To Become WB Police SI: কীভাবে হবেন পুলিশের SI ? সম্পূর্ণ তথ্য জেনেনিন

Published On:

How To Become WB Police SI: অনেক পড়ুয়াদের স্বপ্ন রয়েছে প্রশাসনিক স্তরে একটু উঁচু পদে চাকরি করার। এই স্বপ্ন পূরণের জন্য নিতে হয় সঠিক প্রস্তুতি, করতে হয় কঠোর পরিশ্রম। এই চাকরি গুলোর বিষয়ে সম্পূর্ণ তথ্য আবার অনেকেরই জানা নেই। এইরকমই একটি চাকরি হচ্ছে পুলিশের সাব-ইন্সপেক্টর বা SI। যদি আপনাদেরও স্বপ্ন হয় এই পদে চাকরি করার তাহলে আজকের প্রতিবেদনেটি আপনাদের জন্যই।

পুলিশের সাব-ইন্সপেক্টর হওয়ার যোগ্যতা

  • সকল ভারতীয় নাগরিক আবেদনের জন্য যোগ্য।
  • ইউ জি সি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে।
  • কত বছর বয়স থেকে এই পদের (How To Become Police SI) জন্য আবেদন করতে পারবেন
  • ২০ থেকে ২৭ বছর বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
  • এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

SVMCM Last Date 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট

সাব ইন্সপেক্টরদের মাসিক বেতন কত রয়েছে:

সাব ইন্সপেক্টর পদে চাকরি করলে প্রার্থীদের প্রতি মাসে সর্বনিম্ন ৩২,১০০ টাকা থেকে সর্বোচ্চ ৮২, ৯০০ টাকা বেতন প্রদান করা হবে। অনেক ক্ষেত্রে পজিসন ও অভিজ্ঞতার ওপরে নির্ভর করে বেতন দিতে দেখা যায়। এছাড়া রয়েছে সরকারি বিমা ও ভাতা।

BSK Recruitment 2024: বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি! জেনেনিন আবেদন পদ্ধতি

শারীরিক যোগ্যতা

সাব ইন্সপেক্টর পদের জন্য রয়েছে শারীরিক পরীক্ষা। SI – এর সশস্ত্র ও নিরস্ত্র শাখার জন্য পুরুষ ও মহিলাদের ভিন্ন শারীরিক মাপ প্রয়োজন। পুরুষ ও মহিলাদের শারীরিক মাপকাঠি কি রয়েছে জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।

SI পদে নিয়োগ প্রক্রিয়া (How To Become Police SI):

চারটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।

প্রথম ধাপে রয়েছে MCQ টাইপের প্রাথমিক পরীক্ষা। এই পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে আর সময় দেওয়া হবে ৯০ মিনিট। প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে অংশ গ্রহণ করে।

দ্বিতীয় ধাপে রয়েছে শারীরিক মাপকাঠি (PMT) ও দক্ষতার (PET) পরীক্ষা। PET পরীক্ষায় পুরুষদের ৩ মিনিটে ৮০০ মিটার এবং মহিলাদের ২ মিনিটে ৪০০ মিটার দৌড়াতে হয়।

দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপে রয়েছে চূড়ান্ত সম্মিলিত পরীক্ষা। এই পরীক্ষা হয় চারটি ভাগে ২০০ নম্বরের এবং এর জন্য সময় রয়েছে ৪ ঘণ্টা।

সর্বশেষ ধাপে রয়েছে ইন্টারভিউ। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের এই পদের (Police SI) জন্য নির্বাচিত করা হয়।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad