EWS Certificate Online Apply: এবার EWS আবেদন করা যাবে অনলাইনে

Published On:

EWS Certificate Online Apply: বর্তমানে ইকোনমিক্যালি উইকার সেকশন (EWS) সার্টিফিকেটে পাওয়া যাচ্ছে বিশেষ সুবিধা। কিন্তু অনেকেই জানেনা এই সার্টিফিকেট বানানোর প্রক্রিয়া। তাহলে চলুন জেনেনিন পশ্চিমবঙ্গে EWS Certificate বানানোর পদ্ধতি, কারা যোগ্য সহ বিস্তারিত তথ্যগুলো আজকের প্রতিবেদনে।

EWS সার্টিফিকেটে আবেদনের জন্য যোগ্যতা:

  • ৫ একরের কম কৃষি জমি থাকতে হবে।
  • কোনো শহরে ফ্ল্যাট থাকলে সেটি ১০০০ বর্গফুটের বা তার কম হতে হবে।
  • পারিবারিক বার্ষিক ইনকাম ৮ লক্ষ টাকার বেশি হলে হবে না।

Central OBC/SC/ST সার্টিফিকেট কোথায়, কীভাবে বানাবেন? জানুন পদ্ধতি

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • সম্পত্তির প্রমাণপত্র
  • একটি নির্দিষ্ট ঠিকানা
  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • এক কপি পাসপোর্ট সাইজ ফোটো
  • জেলা প্রশাসকের অফিস থেকে ইনকাম সার্টিফিকেট

WBCHSE Use Social Media: এবার সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

EWS Certificate Online Apply 2024

কয়েকটি ধাপের মাধ্যমে EWS Certificate এর জন্য আবেদন করতে পারবেন। দেখেনিন আবেদন পদ্ধতি –

আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এই wb.gov.in ওয়েবসাইটে আবেদন করতে হবে।

এরপর EWS Certificate বিভাগে ক্লিক করে অনলাইনে ফর্মটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অবশ্যই আবেদন নম্বরটি রেখে দেবেন, পরবর্তিকালে ট্র্যাকিংয়ের সময় লাগবে।

EWS সার্টিফিকেটে যে সুবিধা গুলো পাওয়া যাবে:

এই সার্টিফিকেট থাকলে শিক্ষায় সংরক্ষিত আসন থাকবে। সরকারি বিভিন্ন চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণ রয়েছে। এছাড়া আর্থিক সাহায্য ও ট্রেনিং, কোচিং ইত্যাদিতে বিশেষ ছাড় পাওয়া যাবে।

EWS সার্টিফিকেটের জন্য যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং অনলাইন আবেদন পদ্ধতি সম্পর্কে জানা জরুরি। আশাকরি এই প্রতিবেদনটি পড়ে বুঝতে পেরেছেন। এই সার্টিফিকেট শিক্ষা, চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে সুবিধা দেয়। সঠিক প্রক্রিয়া মেনে সময়মতো আবেদন করুন।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad