How to Apply BCW Staff Recruitment 2024: পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই jhargram.gov.in পোর্টালে, রাজ্যের একটি জেলার BCW দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে। তাহলে চলুন জেনেনিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্যগুলো আজকের প্রতিবেদনে।
How to Apply BCW Staff Recruitment 2024
- নিয়োগ সংস্থাঃ Office of the District Magistrate & District Collector, Jhargram
- পোস্টের নামঃ এখানে Superintendent, Matron, Cook, Helper, Drawn Cum Night Guard & Karmabandhu (part time) পদ গুলোতে নিয়োগ করা হবে। Matron পদটির জন্য শুধু মহিলারা আবেদন করতে পারবে।
- মোট শুন্যপদঃ এখানে মোট ০৬ টি শূন্যপদ রয়েছে।
- বয়সসীমাঃ ০১/০১/২০২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
- বেতনঃ এখানে একাধিক পদে নিয়োগ হওয়ায় প্রতিটি পদের নির্দিষ্ট বেতন রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখেনিন।
- যোগ্যতাঃ স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই একবার পড়েনিন।
- আবেদন ফিঃ এখানে (BCW Staff Recruitment 2024) আবেদন করতে কোনো আবেদন ফি জমা দিতে হবে না।
- নিয়োগ পদ্ধতিঃ দুটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রথমে রয়েছে লিখিত পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে রয়েছে ইন্টারভিউ। ইন্টারভিউ -এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।
How to Apply BCW Staff Recruitment 2024
- অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।
- প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে,এরপর বিজ্ঞপ্তির নিচে আবেদন পত্রটি রয়েছে। ফর্মটির প্রিন্ট আউট বের করতে হবে।
- এরপরে হাতে কলমে সুন্দর এবং সঠিক ভাবে ফিলাপ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইমে সঠিক ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পত্র পাঠাতে হবে এই ঠিকানায় DWO, BCW and TD ঝাড়গ্রাম অফিস। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে, পড়ে ও বুঝে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করুন। বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
BCW Staff Recruitment 2024 Apply Last Date
আবেদন শুরু | বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। |
আবেদন শেষ | ১৪ই আগস্ট ২০২৪ তারিখে। |
Website | View |
Download Form | Click Here |