Military operations of India PDF: ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অভিযান তালিকা PDF

Published On:

Important operations By Indian Army: ভারত তার  দেশকে রক্ষা করা এবং দেশের বাসিন্দা যারা বিদেশে থাকে তাদের বিভিন্ন বিপর্যয়ের সময় উদ্ধার করার জন্য ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন অভিযান চালিয়েছে। আজকে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা সম্পূর্ণ করা কিছু অভিযান সাল সহ দেওয়া হল। 

Important operations By Indian Army

WB GDS Dist wise Vacancy List 2024: পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক ডাক কর্মী শূন্য পদ

অপারেশনস্থানসালবিবরণ
দেবী শক্তিআফগানিস্তান2021আফগানিস্তান থেকে অত্যাচারিত হিন্দু ও শিখদের উদ্ধার করার জন্য এই অভিযান।
রান্ডোরি বেহেকজম্মু-কাশ্মীর2020
বন্দরবালাকোট2019পুলওয়ামায় সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলার জবাবে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোট, চাকোথি, মুজাফরবাদে এই অপারেশন চালায়।
সইয়োগকেরালা2018কেরালায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের উদ্ধার করতে এই অপারেশন চালায়।
ইনসানিয়াতবাংলাদেশ2017অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহের লক্ষ্যে ভারত সরকার এই অপারেশন চালায়।
সার্জিকাল স্ট্রাইকLoC2016উরি হামলার পর পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের LoC বরাবর পাকিস্তানের চরমপন্থী বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী এই অভিযান চালায়।
সংকটমোচনদক্ষিণ সুদান2016দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ চলাকালীন ভারতীয়সহ অন্যান্য বিদেশীদের নিরাপদ স্থানে সরানো।
মৈত্রীনেপাল2016নেপাল থেকে ভূমিকম্প কবলিতদের উদ্ধারের এই অভিযান।
রাহাতইয়েমেন2013ইয়েমেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য।
সূর্য-হোপউত্তরাখণ্ড2013উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রিনাথ ও অন্যান্য বন্যা কবলিত এলাকায় মানুষদের উদ্ধার করতে এই অভিযান।
ব্ল্যাক টর্নেডোমুম্বাই2008ন্যাশনাল সিকিউরিটি গার্ড মুম্বাইয়ে তাজ হোটেলে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের খোঁজে এই অপারেশন চালায়।
সাইক্লোনমুম্বাই2008ন্যাশনাল সিকিউরিটি গার্ড মুম্বাইয়ে নরিম্যান পয়েন্টে সন্ত্রাসবাদীদের খোঁজে এই অপারেশন চালায়।
সুকুনলেবানন2006লেবানন যুদ্ধের সময় ভারতীয় জাতীয়তাবাদীদের সরানো।
গুডউইলজম্মু-কাশ্মীর2005জম্মু ও কাশ্মীরে মানব কল্যানে এই অভিযান।
পরাক্রমইন্দো-পাক বর্ডার2001ভারতীয় সংসদে জঙ্গী আক্রমণ হলে প্রতিক্রিয়া স্বরূপ ভারত-পাক সীমান্তে সেনাবাহিনী এই অভিযান চালায়।
সফেদ সাগরকার্গিল1999কার্গিল যুদ্ধের সময় LoC থেকে পাকিস্তান সেনাবাহিনীকে বিতারিত করার জন্য ভারতীয় বায়ুসেনাবাহিনী এই অভিযান চালায়।
বিজয় ২কার্গিল1999কার্গিল যুদ্ধে অনুপ্রবেশকারীদের কার্গিল সেক্টর থেকে ফেরত পাঠানোর জন্য।
ক্যাকটাসশ্রীলঙ্কা1988মালদ্বীপে তামিল জাতীয়তাবাদীদের ভাড়াটে বাহিনীকে বহিষ্কারের জন্য এই অভিযান।
চেকমেটশ্রীলঙ্কা1988শ্রীলঙ্কায় বাদামারচি অঞ্চলে LTTE–এর বিরুদ্ধে এই অপারেশন।
ত্রিশূলশ্রীলঙ্কা1988উত্তর শ্রীলঙ্কায় LTTE–এর বিরুদ্ধে বিরাটের IPKE এই অপারেশন চালায়।
বিরাটশ্রীলঙ্কা1988উত্তর শ্রীলঙ্কায় LTTE–এর বিরুদ্ধে IPKE এই অপারেশন চালায়।
পবনশ্রীলঙ্কা1987শ্রীলঙ্কা LTTE–এর হাত থেকে জাফনা অঞ্চলকে মুক্ত করতে।
মেঘদূতসিয়াচেন1984সিয়াচেন হিমবাহের উপর ভারতীয় বিমানবাহিনীর অভিযান।
ব্লুস্টারপাঞ্জাব1984শিখ বিচ্ছিন্নতাবাদীদের অমৃতসরের স্বর্ণমন্দির থেকে অপসারণ করতে।
পাইথনকরাচি1971পশ্চিম পাকিস্তানে করাচিতে ভারতীয় নৌবাহিনীর আক্রমণ।
বিজয় ১দমন ও দিও, অঞ্জিদ্বীপ, গোয়া1961পর্তুগিজ ঔপনিবেশিকদের হাত থেকে গোয়া, দমন ও দিউ এবং অঞ্জিদ্বীপকে মুক্ত করার জন্য।
পোলোহায়দ্রাবাদ1948হায়দ্রাবাদে নিজামের স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad