Indian Railway Recruitment 2024: ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ!

Published On:

Indian Railway Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে ভারতীয় রেলে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে। তাহলে দেরী না করে জেনেনিন আবেদন পদ্ধতি, যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো আজকের প্রতিবেদনে।

Railway Recruitment 2024 apply online

  • নিয়োগ সংস্থাঃ Indian Railway
  • পোস্টের নামঃ এখানে Material , Superintendent, Junior Engineer (JE), Research & Metallurgical Supervisor, Chemical, Chemical & Metallurgical Assistant একাধিক পদে নিয়োগ করা হবে।
  • মোট শুন্যপদঃ মোট ৭৯৫১ টি শুন্যপদ রয়েছে।

WB Madhyamik Pass Job List 2024: পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে ?

  • বয়সসীমাঃ ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩৬ বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
  • বেতনঃ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে ৩৫,৪০০/- টাকা এবং সুপারভাইজার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে ৪৪,৯০০/- টাকা।
  • যোগ্যতাঃ কেমিক্যাল টেকনোলজি, মেটালিউরজিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা অথবা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল ডিগ্রী অর্জনকারী প্রার্থীরা আবেদন করতে পারবে।
  • আবেদন ফিঃ আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে। এছাড়া মহিলা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ২৫০/- টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
  • নিয়োগ পদ্ধতিঃ যোগ্য প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। যা সম্পন্ন হবে অনলাইন CBT পরীক্ষার মাধ্যমে। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবে। দুটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতিঃ How to apply for RRB JE 2024?

  • আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • এরপর অনলাইনে ফর্মটিতে সমস্ত সঠিক তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

Railway Recruitment 2024 apply online last date

আবেদন শুরু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
আবেদন শেষ ২৯ আগস্ট ২০২৪ তারিখে।
আবেদনপত্র সংশোধন৩০শে আগস্ট থেকে ৮ই সেপ্টেম্বর

Railway Recruitment 2024 official website

Download NoticeClick Here
Apply NowVisit Site
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad