Indian Navy Recruitment 2024: মাধ্যমিক পাশেই চাকরি ভারতীয় নৌবাহিনীতে

Published On:

Indian Navy Recruitment 2024: যে সকল চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতাই চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে দারুন খুশির খবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে একাধিক পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।  সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুযোগ। সুতরাং দেরী না করে আজই করে ফেলুন আবেদন। তবে, তার আগে জেনেনিন কীভাবে আবেদন করবেন, যোগ্যতা সহ খুঁটিনাটি বিষয়গুলো আজকের প্রতিবেদনে।

Indian Navy Recruitment 2024

  • নিয়োগ সংস্থাঃ ভারতীয় নৌবাহিনী
  • পোস্টের নামঃ এখানে একাধিক পদে (Indian Navy Recruitment 2024) কর্মী নিয়োগ করা হবে যেমন – Fireman, Tradesman Mate,Fire Engine Driver ইত্যাদি।
  • মোট শুন্যপদঃ এখানে মোট ৭৪১টি শুন্যপদ রয়েছে।

Asha Karmi Recruitment 2024: মাধ্যমিক পাসে রাজ্যে আশাকর্মী পদে নিয়োগ

  • বয়সসীমাঃ ১৮ থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
  • বেতনঃ এই পদে (Indian Navy Recruitment 2024) নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে 18,000  টাকা থেকে 112,400 টাকা পর্যন্ত। এখানে একাধিক পদে কর্মী নিয়োগ হওয়ায় বিভিন্ন পদের বেতন আলাদা আলাদা রয়েছে।
  • যোগ্যতাঃ বিভিন্ন পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। যেমন –
    • ফায়ারম্যান পদটির জন্য উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
    • ট্রেডসম্যান মেট পদটির জন্য মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
    • বিভিন্ন চার্জম্যান পদটির জন্য ডিপ্লোমা বা B.Sc পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
    • এছাড়া এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
  • আবেদন ফিঃ সকল প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে ২৯৫/- টাকা জমা দিতে হবে। শুধুমাত্র SC/ ST/ প্রাক্তন-সার্ভিসম্যান/ PwBD/ মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না।
  • নিয়োগ পদ্ধতিঃ যোগ্য প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন চালক এই দুটি পদের ক্ষেত্রে নেওয়া হবে শারীরিক পরীক্ষা। এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং সবশেষে ইন্টারভিউ। ইন্টারভিউ -এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
  • আবেদন পদ্ধতিঃ
    • আবেদন চলবে অনলাইন মাধ্যমে।
    • প্রথমে এই joinindiannavy.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
    • সঠিক তথ্য গুলো দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে।
    • প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করে এবং আবেদন মূল্য জমা দিয়ে সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • আবেদন শুরুঃ আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ 20 জুলাই 2024 তারিখে।
  • আবেদন শেষঃ 02 আগস্ট 2024 তারিখে।

Indian Navy Racruitment Apply Now

Download NoticeClick Here
Apply NowClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad