Railway Apprentice Recruitment 2024: বিনামূল্যে প্রশিক্ষণ ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ

Published On:

Railway Apprentice Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভারতীয় রেলে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে করা হবে কর্মী নিয়োগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে। তাহলে চলুন জেনে নিন আবেদন পদ্ধতি, যোগ্যতা, বেতন সহ খুঁটিনাটি বিষয় গুলো আজকের প্রতিবেদনে।

Railway Apprentice Recruitment 2024

  • নিয়োগ সংস্থাঃ সেন্ট্রাল রেলওয়ে
  • পোস্টের নামঃ Trade Apprentice
  • মোট শুন্যপদঃ এখানে মোট ২,৪২৪ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।
  • বয়সসীমাঃ ১৫/০৭/২০২৪ তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদন করতে পারবেন।

IAS VS IPS Power 2024: কোন পদ বেশি শক্তিশালী IAS না IPS

  • স্টাইপেন্ড: সকল প্রার্থীকে প্রশিক্ষণ চলা কালীন সময়ে প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে ৭০০০/- টাকা।
  • যোগ্যতাঃ NCVT বা SCVT স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে দুটির মধ্যে কোনো একটি ট্রেডে ট্রেনিং -এর সার্টিফিকেট থাকতে হবে। 50 % নম্বর সহ দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য।

Krishi Viswavidyalaya Recruitment 2024: রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ, কৃষি বিশ্ববিদ্যালয়ে

  • আবেদন ফিঃ যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের ১০০/- টাকা আবেদন মূল্য হিসাবে জমা দিতে হবে।
  • নিয়োগ পদ্ধতিঃ এই পদে নির্বাচিত হতে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন এবং বুঝে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করুন।
  • আবেদন পদ্ধতিঃ
    • আবেদন চলবে অনলাইন মাধ্যমে।
    • প্রথমে অফিসিয়াল এই www.rrccr.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
    • সঠিক তথ্য গুলো দিয়ে ফর্মটি ফিলাপ করে নিতে হবে।
    • প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Download Application

আবেদন শুরু ১৬ জুলাই ২০২৪ তারিখে
আবেদন শেষ ১৫ আগস্ট ২০২৪ তারিখে
Download NoticeClick Here
Apply NowApply
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad