How to Port JIO Airtel to BSNL: বর্তমানে প্রিপেড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ভোডাফোন, এয়ারটেল, Jio। যার ফলে মধ্যবিত্তের মাথাই হাত , খুশি নয় গ্রাহকরা। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিচ্ছে BSNL , কারন তাদের প্ল্যানের দাম এখনও তুলনামূলকভাবে কম। তাই অতিরিক্ত খরচ বাঁচাতে আপনিও আপনার সিমটি BSNL-এ পোর্ট করিয়ে নিতে পারেন। কীভাবে পোর্ট করাবেন, আজকের প্রতিবেদনে জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি।
কীভাবে BSNL-এ পোর্ট করবেন ?
- প্রথম ধাপে, আপনার ফোনের মেসেজ বক্সটি ওপেন করে ওখানে একটি নতুন মেসেজ টাইপ করতে হবে।
- দ্বিতীয় ধাপে, নতুন মেসেজ হিসাবে আপনাকে লিখতে হবে, PORT স্পেস দিয়ে আপনার নিজের ফোন নম্বরটি। উদাহরণ স্বরুপ- PORT 95******83।
- তৃতীয় ধাপে, মেসেজটি ১৯০০ এই নম্বরে আপনাকে সেন্ড করতে হবে।
- যে কোন কোম্পানির সিম আপনি ব্যাবহার করুন না কেন আপনাকে BSNL-এ পোর্ট করতে হলে এই মেসেজটি করতেই হবে।
BSNL RECHARGE PLAN 2024 LIST: রিচার্জ করুন অতি সস্তায়, দেখে নিন BSNL-এর প্ল্যানগুলি
- চতুর্থ ধাপে, এই মেসেজটি পাঠানোর পর ১৯০১ নম্বর থেকে আপনার কাছে একটি ৮ সংখ্যার একটি পোর্টিং ইউনিক কোড বা UPC মেসেজ আসবে। প্রথম ২ টি ইংরেজিতে অক্ষর এবং বাকি ৬ টি সংখ্যা যুক্ত হবে এই ৮ অংকের পোর্টিং কোডটি।
Check BSNL Network in My Area: দেখে নাও তোমার এলাকায় BSNL নেটওয়ার্ক কেমন
- পঞ্চম ধাপ, আপনার এই ইউনিক পোর্টিং কোডটি নিয়ে BSNL সিম বিক্রিত কোন দোকানে যেতে হবে।
- ষষ্ঠ ধাপ, দোকানে গিয়ে আপনার পরিচয় পত্র জমা দিয়ে, ফর্ম ফিলাপ করতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবেন একটি নতুন সিম।
গ্রাহকরা কেন পছন্দ করছে BSNL ?
বর্তমানে কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে BSNL। নিয়ে এসছে গ্রাহকদের জন্য কম দামের রিচার্জ প্ল্যান। অন্য টেলিকম সংস্থাগুলো যেখানে রিচার্জ -এর দাম বাড়িয়েই চলেছে, সেখানে BSNL তাদের কম দামের রিচার্জ প্ল্যান গুলো অপরিবর্তিত রেখেছে। যার ফলে BSNL মধ্যবিত্ত সহ গোটা দেশবাসীর ভরসার জায়গা হয়ে উঠেছে।