How to Port JIO Airtel to BSNL: বাড়িতে বসেই করে ফেলুন BSNL-এ পোর্ট

Published On:

How to Port JIO Airtel to BSNL: বর্তমানে প্রিপেড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে ভোডাফোন, এয়ারটেল, Jio। যার ফলে মধ্যবিত্তের মাথাই হাত , খুশি নয় গ্রাহকরা। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিচ্ছে BSNL , কারন তাদের প্ল্যানের দাম এখনও তুলনামূলকভাবে কম। তাই অতিরিক্ত খরচ বাঁচাতে আপনিও আপনার সিমটি BSNL-এ পোর্ট করিয়ে নিতে পারেন। কীভাবে পোর্ট করাবেন, আজকের প্রতিবেদনে জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি।

কীভাবে BSNL-এ পোর্ট করবেন ?

  • প্রথম ধাপে, আপনার ফোনের মেসেজ বক্সটি ওপেন করে ওখানে একটি নতুন মেসেজ টাইপ করতে হবে।
  • দ্বিতীয় ধাপে, নতুন মেসেজ হিসাবে আপনাকে লিখতে হবে, PORT স্পেস দিয়ে আপনার নিজের ফোন নম্বরটি। উদাহরণ স্বরুপ- PORT 95******83।
  • তৃতীয় ধাপে, মেসেজটি ১৯০০ এই নম্বরে আপনাকে সেন্ড করতে হবে।
  • যে কোন কোম্পানির সিম আপনি ব্যাবহার করুন না কেন আপনাকে BSNL-এ পোর্ট করতে হলে এই মেসেজটি করতেই হবে।

BSNL RECHARGE PLAN 2024 LIST: রিচার্জ করুন অতি সস্তায়, দেখে নিন BSNL-এর প্ল্যানগুলি

  • চতুর্থ ধাপে, এই মেসেজটি পাঠানোর পর ১৯০১ নম্বর থেকে আপনার কাছে একটি  ৮ সংখ্যার একটি পোর্টিং ইউনিক কোড বা UPC মেসেজ আসবে। প্রথম ২ টি ইংরেজিতে অক্ষর এবং বাকি ৬ টি সংখ্যা যুক্ত হবে এই ৮ অংকের পোর্টিং কোডটি।

Check BSNL Network in My Area: দেখে নাও তোমার এলাকায় BSNL নেটওয়ার্ক কেমন

  • পঞ্চম ধাপ, আপনার এই ইউনিক পোর্টিং কোডটি নিয়ে BSNL সিম বিক্রিত কোন দোকানে যেতে হবে।
  • ষষ্ঠ ধাপ, দোকানে গিয়ে আপনার পরিচয় পত্র জমা দিয়ে, ফর্ম ফিলাপ করতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবেন একটি নতুন সিম।

গ্রাহকরা কেন পছন্দ করছে BSNL ?

বর্তমানে কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে BSNL। নিয়ে এসছে গ্রাহকদের জন্য কম দামের রিচার্জ প্ল্যান। অন্য টেলিকম সংস্থাগুলো যেখানে রিচার্জ -এর দাম বাড়িয়েই চলেছে, সেখানে BSNL তাদের কম দামের রিচার্জ প্ল্যান গুলো অপরিবর্তিত রেখেছে। যার ফলে BSNL মধ্যবিত্ত সহ গোটা দেশবাসীর ভরসার জায়গা হয়ে উঠেছে।

যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad