IBPS Clerk recruitment 2024: গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পদে ৬১২৮ টি নতুন কর্মী নিয়োগ চলছে!

Published On:

IBPS Clerk Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য চলে এসেছে আরও একটি চাকরির সুখবর। রাজ্যের চাকরিপ্রার্থীদের ব্যাংকে চাকরি করার বিশাল সুযোগ। দীর্ঘদিন পর অবশেষে গ্রামীণ ব্যাংকের তরফে বিপুল পরিমাণে ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে।

IBPS Clerk recruitment 2024 Apply Now

ইনিস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) তরফে ৬১২৮ টি ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলেমেয়ে এই পদে আবেদন করতে পারবে। তাহলে চলুন জেনে নিন আজকের এই প্রতিবেদনে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ আবেদনের খুঁটিনাটি। 

WBSSC Recruitment 2024:‘গ্রুপ-সি’ এবং ‘গ্রুপ-ডি’ পদে প্রায় ১২০০০ কর্মী নিয়োগ

  • পদের নাম :: ইনিস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) এর তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগ করা হবে।
  • মোট শূন্যপদ :: সব মিলিয়ে এখানে ৬১২৮ টি শূন্যপদ রয়েছে।
  • বয়সসীমা :: এই পদে (IBPS Clerk Recruitment 2024) আবেদনের জন্য ০১/০৭/২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
  • যোগ্যতা :: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ক্লার্ক পদে আবেদন জানাতে প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকতে হবে।
  • বেতন :: যে সমস্ত প্রার্থীরা ক্লার্ক পদের জন্য নির্বাচিত হবে তাদের মাসিক বেতন হিসাবে প্রায় ২৯,০০০/- টাকা পাবে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল নোটিফিকেশন ফলো করতে হবে।
  • নিয়োগ প্রক্রিয়া :: চারটি ধাপের মাধ্যমে এই পদের (IBPS Clerk Recruitment 2024) নিয়োগ পক্রিয়া সম্পন্ন হবে। প্রথম ধাপে প্রার্থীদের ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় ধাপে হবে মেইনস পরীক্ষা। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট ভেরিফিকেসান। সর্বশেষ ধাপে রয়েছে মেডিক্যাল পরীক্ষা। 
  • আবেদন ফি ::
    • General/ OBC/ EWS – ৮৫০/- টাকা।
    • SC/ ST/ PWD – ১৭৫/- টাকা।
  • গুরুত্বপূর্ণ তারিখ ::
    • আবেদন জমা দেওয়া শুরু হয়েছে – ০১/০৭/২০২৪ তারিখে
    • আবেদন নেওয়া শেষ হবে – ২১/০৭/২০২৪ তারিখে।

আবেদন পদ্ধতি

  • প্রার্থীরা সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে।
  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, ই-মেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে।
  • এরপরে লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে মূল ফর্মটা ফিলাপ করতে হবে।
  • প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস সহ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা করতে হবে এবং সাবমিট ক্লিক করে আবেদন পক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
  • সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন হয়ে গেলে একটি মেসেজ আসবে ‘Submission Successful’ বলে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload Now
Websitehttps://www.ibps.in/
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad