Vidyadhan Scholarship: বিদ্যাধন স্কলারশিপে ১০ হাজার টাকা পাবেন মাধ্যমিক পাশে

Published On:

Vidyadhan Scholarship: প্রতিবছরের মতো এই বছরও শুরু হয়েছে বিদ্যাধন স্কলারশিপ। বিদ্যাধন স্কলারশিপ হলো সরোজিনী দামোদরণ ফাউন্ডেশনের একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ।

Vidyadhan Scholarship Apply Online Eligibility Details

মাধ্যমিক উত্তীর্ণ সকল মেধাবী ছাত্র- ছাত্রীদের জন্য এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পরা পড়ুয়াদের উদ্যেশ্যে একটি স্কলারশিপ হল (Vidyadhan Scholarship) বিদ্যাধন স্কলারশিপ। শুধু পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজ্যের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে এবং আর্থিক সাহায্য পাবে।

স্কলারশিপের যোগ্যতা

  • মাধ্যমিকে পাশ করা ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
  • ছাত্র ছাত্রীদের অবশ্যই মাধ্যমিকে 80 শতাংশের উপরে নাম্বার থাকতে হবে। অর্থাৎ 700 এর মধ্যে 560 আর উপরে নাম্বার থাকতে হবে।
  • প্রতিবন্ধী পড়ুয়ারা 65 শতাংশ নাম্বারে আবেদনের জন্য যোগ্য।
  • এছাড়া আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম 2 লাক্ষ টাকার কম হতে হবে।

স্কলারশিপে বৃত্তির পরিমাণ

বিদ্যাধন স্কলারশিপে নির্বাচিত পড়ুয়াদের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ার উদ্দ্যেশে বছরে 10000 টাকা অনুদান দেওয়া হবে। পড়ুয়ারা 2 বছরে 20000 টাকা অনুদান পাবে।

GDS Recruitment 2024:পরীক্ষা ছাড়া মাধ্যমিক পাশেই ভারতীয় ডাক বিভাগে চাকরি!

নির্বাচন প্রক্রিয়া

দুটি ধাপের মাধ্যমে পড়ুয়াদের নির্বাচন করা হবে। এই দুটি ধাপে উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাবে।

  • অনলাইন টেস্ট
  • ইন্টারভিউ

প্রয়োজনীয় ডকুমেন্টস

স্কলারশিপে আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে –

  • আবেদনকারীর আধার কার্ড
  • মাধ্যমিকের মার্কশিট
  • একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • পরিবারের ইনকাম সার্টিফিকেট
  • ভ্যালিড ফোন নাম্বার ও ই-মেল আইড
  • এছাড়া প্রতিবন্ধী পড়ুয়াদের প্রতিবন্ধকতা সার্টিফিকেট।

আবেদন পদ্ধতি

আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনলাইন মাধ্যমে। প্রার্থীরা সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে।

  • vidyadhan.org অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করতে হবে।
  • এরপর নাম, ই – মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • পরবর্তী ধাপে উপরে উল্লিখিত ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে এবং যে তথ্য গুলো চাওয়া হয়েছে সে গুলো সঠিক ভাবে পূরণ করা।
  • আবেদন পদ্ধতি সঠিকভাবে সম্পূর্ণ করার পর একটি মেসেজ আসবে ‘Apply Successful’ বলে।
Apply NowClick Here
Notice Download Now

আবেদনের শেষতারিখ

Vidyadhan Scholarship 2024 আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 10-ই জুলাই 2024 এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ। 21 জুলাই পরীক্ষার দিন এবং 9 আগষ্ট 2024 ইন্টারভিউ – এর দিন নির্ধারণ করা হয়েছে। এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চাইলে প্রার্থীরা [email protected] অথবা 9663517131 নাম্বারটিতে কল করে নিতে পারে।

Last Date10/07/2024
Exam Date21 July 2024
Interview Date09 Aug 2024
Help Line MOB+91 9663517131
WebsiteClick Here
যে কোনো ধরনের চাকরি বা শিক্ষামূলক তথ্যের জন্য Join করো
× close ad