1169 Teachers Recruitment in West Bengal : বিজ্ঞপ্তি প্রকাশ হলো শিক্ষক নিয়োগের । পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল গুলোতে হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টারের শূন্যপদ থাকায় সেই শূন্যপদ এবার পূরণ করা হবে। এর জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খবর অনুযায়ী সব মিলিয়ে প্রায় এক হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে।
1169 Teachers Recruitment in West Bengal
স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।নয়াবিধি প্রকাশ করা হয়েছে নবম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের জন্য। এন সি টি ই গাইডলাইন অনুযায়ী বিএড ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
কয়টি ধাপে পরীক্ষা নেওয়া হবে ?
দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে।
- প্রথমে হবে একটি লিখিত পরীক্ষা।
- পরে হবে ইন্টারভিউ।
নিয়োগ করবেন কোন দপ্তর?
স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার।
কোন কোন স্কুলগুলিতে নিয়োগ নেওয়া হবে?
রাজ্যের সরকারি হাই স্কুল , মডেল স্কুল , ইন্টিগ্রেটেড স্কুল এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড সরকারি স্কুল।
আরও পড়ো :: উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস বই কবে পাবে পড়ুয়ারা?জানাবো বিস্তারিত
কোন কোন শ্রেণীর জন্য নিয়োগ নেওয়া হবে?
নবম এবং দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক হিসেবে।
শূন্য পদ
- তথ্যসূত্র অনুযায়ী সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষকের শূন্য পদ সংখ্যা ৩৮ টি।
- ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক শিক্ষিকার শূন্য পদ সংখ্যা ১৬৫ টি।
- বাংলা মিডিয়াম স্কুলে শিক্ষক শিক্ষিকার শূন্য পদ সংখ্যা ৯৬৫ টি।
- সর্বমোট শূন্য পদ ১১৬৯ টি ।
1169 Teachers Recruitment in West Bengal : WBPSC এর মাধ্যমে রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের গ্যাজেট প্রকাশিত হল। খুব দ্রুত বিজ্ঞপ্তি আকারে ওয়েবসাইটে প্রকাশ করতে পারে পর্ষদ।